সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

চৈতি হাওয়ার চোখ ।। নাসির ওয়াদেন







চৈতি হাওয়ার চোখ   

             

বালিকার ভেজা প্রেম চৈতি হাওয়ার হরিণ চোখ

সচকিত রঙিন আকাশের উষ্ণ ওম
কুলীন ঢেউগুলো জমিয়ে ফেনা করে

পিপীলিকার রসে ভেজা ঠোঁটটিও
পায়ের চাপে পিষ্ট হওয়া সুখ
সইতে পারে না
সাত-সকালে স্নানরতা কুমারীর
ভরা কলসির জলে হাবুডুবু খায়--

হরিণী গান্ধর্ব মতে গর্ভবতী হলে
বাতাস স্বর্গের দোরে ছড়ায় সুবাস 
দানা দানা দিবাস্বপ্ন মেহেদী রঙের
জলে ফাতনা হয়ে ভাসতে থাকে --

বালিকার বুকে আদিগন্ত জ্বালা
সোনালি চুলের ফোঁটা ফোঁটা অশ্রুধারা
বেয়ে যাওয়া অবিরল প্রেম ----

বিশ্বাস নিহত হচ্ছে প্রলোভনের নীরব আঘাতে ।

                 
         
                 

৩টি মন্তব্য: