পৃষ্ঠাসমূহ

পুরনো সংখ্যা

সোমবার, ১৪ মে, ২০১৮

লাইটহাউস ।। সৌমিত্র চক্রবর্ত্তী












লাইটহাউস 

মাত্র একশো ফুট দূরের বাড়ীতে ছাদজুড়ে দপদপ্ আলোর ঢেউ

অথচ বাড়ীর দরজা জানলা বন্ধ টানটান
অথচ বাড়ীটায় শূন্য হাওয়া ঘাপটি মেরে দমবন্ধ;

আজকাল ঘুম ভাঙলেও কিছু মুখ
ঘুমের মধ্যেও কিছু মুখ অযাচিত কবিতা শোনায়,
কবিতারা হুল্লোড় করে মাতলামো করে।

ওপাশের বাড়ীর আঁচল ছুঁয়ে ফিকফিক হাসতে থাকা রাস্তায়
মাঝেমধ্যে দাপিয়ে চলে যায় গম্ভীর সাইরেন;

আজ ফের মারা যাবে কেউ ...

দেখতে দেখতেই সমস্ত অঞ্চল সমুদ্র
উত্তাল ঢেউ আছড়ে পড়ে ডুবোপাহাড়ের ভাসমান মাথায়

দেখতে দেখতেই ওপাশের জনশূন্য বাড়ীটা লাইটহাউস হয়ে গেল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন