পৃষ্ঠাসমূহ

পুরনো সংখ্যা

সোমবার, ১৪ মে, ২০১৮

সম্পাদকীয়ঃ কুয়াশা।। মে সংখ্যা।। ২০১৮ইং।। সংখ্যা ১৩ ।। বর্ষ ২।।


সম্পাদকীয়ঃ কুয়াশা।। মে সংখ্যা।। ২০১৮ইং।।

বাংলাদেশ আমাদের রক্তের বিনিময়ে কেনা একটি দেশ,সেকারনে আমাদের ভালোবাসা যেমন প্রগাঢ় তেমনি আমাদের বিশ্বজগতে মাথা উঁচু করে দাঁড়াবার হিম্মতটাও প্রগাঢ়। পৃথিবীতে এই ছোট্ট একটি দেশ মর্যাদাপূর্ণ স্থান দখল করছে বিভিন্ন বিষয়ে। বাংলাদেশের দামাল ক্রিকেটারদের ভালো একটা পারফর্ম পৃথিবীজুড়ে পরিচিতি লাভ করেছে। আমাদের প্রধানমন্ত্রীর বিশ্বাঙ্গনে বিভিন্ন উপাধী, পদক,স্কলারশীপ জয় করছেন ঠিক সেই মহুর্তে বাংলাদেশ নিজস্ব নামে, নিজস্ব পতকা সম্বলিত একটি স্যাটেলাইট মহাকাশে স্থান দখল -খুব বিস্ময়কর এবং মজার একটা প্রাপ্য। ভূ-স্বর্গে যেমন সুনাম বিস্তার ঘটছে মহাকাশেও এবার নাম লিখলো বাংলাদেশ। বাংলাদেশ এখন পৃথিবীতে স্যাটেলাইট ক্লাবের সদস্য। অনেক দেরিতে হলেও আমরা প্রযুক্তিতে বড় একধাপ এগিয়ে গেলাম।

এবারের কুয়াশা প্রতিবারের চেয়ে আরো ব্যপক পরিসরে উপস্থাপন করার চেষ্টা করেছি। জানি, আপনারা কুয়াশাকে প্রচন্ড ভালোবাসেন। মাসের শুরু থেকে উদগ্রীব হয়ে বসে থাকেন, কখন সেই নামের তালিকা হাতে পাবো। এবার খুব জটিলতার মধ্যে সময় পার করেছি জন্য একটু হলেও দেরি হয়ে গেলো। সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগেও বলেছি 'কুয়াশা' সকলের জন্য উন্মুক্ত। লেখক নয় বরং লেখাকে বিশ্বাস করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন