পৃষ্ঠাসমূহ

পুরনো সংখ্যা

সোমবার, ১৪ মে, ২০১৮

ঢেউ ।। অমিত রায়













ঢেউ



যাওয়াই যায় 
হয়তো যাবও 
নিশির ডাকে কখনো নয় ।
অচেনা গাঁয়ের
অচেনা বাড়ি
হারিয়ে যাবার ভীষণ ভয় ।
বাদল মেঘে
বজ্র থাকে
সে তো সবার জানা কথা ।
শুকনো মেঘে
বর্ষা হলেই
মোচড় মারে বুকের ব্যাথা ।
কপালে নেই
চাঁদের টিপ
কপাল ফাঁকা ফাঁকা লাগে ।
চাঁদের বুড়ি কি
এখনো বেঁচে 
মাঝে মাঝেই প্রশ্ন জাগে ।
চেনা মানুষ
অচেনা কেমন
কখনো ভাব, কখনো আড়ি ।
পুকুর পাড়ে
মাঠের ধারে
ভাঙ্গা চালের ছোট্ট বাড়ি ।
বন্ধ ছিল 
হোচ্ছে আবার
পৈতে – দাড়ির তুমুল বিবাদ
অনুপ্রেরণায় ?
আছে আছে
পাওনা, ভোটের ্রক্ত স্বাদ ।।

শান্ত জলে
বিদুষী ঢিল
উথাল পাথাল উঠেছে ঢেউ ।
গভীর জলে
ঢিলের বাস
শান্ত করার নেইতো কেউ ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন