সূর্যোদয়ের পূর্বের শীতের সকাল ।। কে এম বায়েজিদ

সূর্যোদয়ের পূর্বের শীতের সকাল 


লেপের  তলা থেকে  উঠতে ইচ্ছে হয় না;
শিয়রে হিংস্র শীত কেশর ফুলিয়ে
থাবা পেতে বসে অাছে।
গরম বিছানার উত্তাপ ছেড়ে উঠতে গেলে
কেমন এক দুর্নিবার অালস্য সমস্ত
চেতনাকে ঘিরে ধরে।
কর্মের অাহবান সত্ত্বেও এক সুন্দর জড়তায়
মারুষ অারামের শয্যায় পড়ে থাকে
চাঞ্চল্য  জীবনকে ম্লান করে।।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন