গলির পথে ।। হরিৎ বন্দ্যোপাধ্যায়

Top News

গলির পথে ।। হরিৎ বন্দ্যোপাধ্যায়













গলির পথে 



মাঝে মাঝেই রাস্তা সরু হয়ে যায়
যেতে যেতে  তেমাথায় টাল সামলে নেয়
তারপর হঠাৎ কাউকে কিছু না বলে
গলিতে এসে পড়ে ।

আজন্ম চেনা পথ
গলিতে এসে অচেনা হয়ে যায়

গলির চেনা পথে আমি কেন ?
তাহলে চেনা আমিই কী গলির পথে অচেনা ?


Post a Comment

নবীনতর পূর্বতন