শিশুর হাসি ।। নাসির ফরহাদ

শিশুর হাসি
   
তাঁরার হাসি শশীর হাসি
বড্ড ভালোবাসি,
সূর্য হাসে দূর্বা ঘাসে
আমরা হাসির রাশি।
ফুলের ডালে ভ্রমর হেসে
ফুলের মধু খায়,
আমারা হেসে খেলে চলি
প্রজাতির গাঁয়।
হাসির রঙে যায় মিশে যায়
আমারা আলোর চাষী,
মুখে ফুঁটুক ফুলের মতো
সকল শিশুর হাসি।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন