নতুন বছর ।। স্বপন শর্মা

নতুন বছর


নতুন বছর নতুন করে অনেক কিছু শেখায়
কেমন করে চলতে হবে সেই পথটিও দেখায়,

কোনটা আসল কোনটা নকল কোনটা ভালো মন্দ?
কোন বা পথে হাঁটতে গিয়ে লাগবে সদায় দ্বন্দ্ব!

নতুন সাল যে সবার মনে আনবে হাসি-খুশি
নতুন দিনের এই তো আশা আজকে সবাই পুষি,

হিংসা- দ্বন্দ্ব, ভুলে সবাই মিলাই বুকে বুকরে
সমাগত নতুন দিনে তবেই পাব সুখরে।

নতুন বছর নতুন আশা জাগুক সবার মনে,
সুন্দর স্বপ্ন নিয়ে বাঁচুক বাঙালি প্রতি জনে।
নতুন সালটা সবার মাঝে বাড়াক প্রীতি সাম্য
যুদ্ধ কিংবা ধ্বংসের বদল শান্তি সবার কাম্য।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন