ওরা সেদিন ।। মজনু মিয়া

ওরা সেদিন


ওরা আমার বুকের উপর
লাথি দিয়ে
জুলুম বাজী করলো সেদিন
আমায় নিয়ে

আমার খেতের ধানে ভরলো
ওদের গোলা
অত্যাচারে মরলো আমার
কোলের পোলা

নির্যাতনে নিপিড়নে
হই ঘর ছাড়া
মেয়ে মানুষ ছিলো ওদের
ধরা কাড়া

কত মানুষ মারলো ওরা
নির্দয় হয়ে
আমরা সইলাম সবি সেদিন
নিরুপায়ে!

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন