তেঁতুলদূপুর ।। কবির মুকুল প্রদীপ

















তেঁতুলদূপুর

তেঁতুল দূপুরের শূন্যতা মেখে বাটিটা পড়ে আছে
একলাছাদ কি যেনো ভাবছে তখন
উলঙ্গ বাতাসে দুলছে তারে ঝোলা অন্তর্বাস
ঝিমধরা গাছের মমত্বে বড়ছে ভূতঘুম
ভেসে আসছে আজানের মিহি সুর
কয়েকটা চড়ুই নাচছে কার্ণিশে সোৎসাহে
এই জীবন কেনো চড়ুইজীবন নয়,যৌনময়
অথচ প্রাচীনকাল হতে মানুষ-চড়ুই একঘরে সহবাস
নিয়মেই ঢলে পড়েছে সূর্য
চুরি যাওয়া উত্তাপে অন্তর্বাসে লেগে থাকা মল শুকোবে না
শুকোবে না ভেতরে চড়ুইয়ের খচখচ
ওদের আমি পুষি; নিয়ন্ত্রণহীন,ভয়,কখন না বেরিয়ে আসে



Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন