কুড়িয়ে পাওয়া পঙতি ।। এ কে এম আব্দুল্লাহ








কুড়িয়ে পাওয়া পঙক্তি


এখনও মাঝে মাঝে গর্ত থেকে বেরিয়ে আসে পূর্বপূরুষের হাড্ডি। তার ভাঁজে ভাঁজে জন্ম নেয় পলাশ আমরা সেই পলাশ হত্যা করে দাফন দেই ঘরের ভিতর রাত ঘন হলে লাশ থেকে বেরিয়ে আসে খুলি শিশুর মতো কাঁদে আমি সেই কান্না মুছতে গেলে,খুলিগুলো শব্দ করে পালাতে থাকেআমিও পিছনে পিছনে দৌড়াতে থাকি

এরপররাত স্পর্শ করে ভোরের ঠোঁট আর খুলিগুলো লুকিয়ে যায় - দোয়েলচত্বরের পাথরে

 

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন