জাগতিক ।। সিলভিয়া ঘোষ
















জাগতিক 


নিঃসঙ্গ একাকীত্বের রাত
ঠিক যেমনটা হওয়া উচিত  
তার চেয়ে বাইশ গজ দূরে --অবস্থিত যে আকর্ষণ, 
তার পোশাকী অবয়ব ছাড়াচ্ছি একটু একটু করে

পরখ করে দেখে নিতে চাই আমার দীর্ঘদিনের অনুপস্থিতি 
কোন ডাইমেনশন বিস্তার লাভ করেছে আজ

তোমায়, নাগপাশের  মতোন জড়িয়ে থাকা 
একান্ত ব্যক্তিগত কথাগুলি আজই 
ফয়সালা করা হোক 
সঙ্গী থাকুক কিছু নিভৃত মুহূর্তরা

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন