নীল কষ্ট ।। সুমন আহমেদ

নীল কষ্ট ।। সুমন আহমেদ
























নীল কষ্ট




অতীত,ভুলতে পারিনা তোকে... 

বুকের ভেতরের নীল কষ্টটা বারবার জাগ্রত করে আমার

অসহায় রাত্রির ক্লান্ত শহর- একটু নিদ্রা যাওয়া ঘুমন্ত নগরী।

চৈত্রের খরতাপে ভাটায় জলশূন্য অপূর্ণ নদীটার তিলে তিলে 

গড়েছি শরতের পূর্ণরূপ; নদীটা শত স্বপ্ন প্রত্যয় ভেঙে দিয়ে-

নিজেকে উজাড় করে দিয়েছে,একটা সামুকের মিথ্যে ভালোবাসায়।

Post a Comment

নবীনতর পূর্বতন