কবিতা ।। প্রত্যয় হামিদ









কবিতা


যখন দরজা খুলে গেল
যখন তোমার ¯পর্শ পেল ঘর
এক মুঠো মুগ্ধতা
ছড়িয়ে গেল ঘরময়

তখন আমি কেবলই
জড়িয়ে নিয়েছি গায়ে যাবতীয় মুগ্ধতা
যাবতীয় মদিরতায় তখন আমি
কেবলই ডুবে ডুবে নিঃশেষ হয়েছি
কর্পুরের মত হারিয়েছি
সকল অস্তিত্ব

ও মেয়ে
সেদিনের কবিতা আসরে
একা তুমিই ছিলে
এক পূর্ণ কবিতা

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন