হাঁটতে হাঁটতে ।। হরিৎ বন্দ্যোপাধ্যায়










হাঁটতে হাঁটতে





হাঁটতে হাঁটতে পাশের মানুষ জানতে চাইবে
কতক্ষণ হাঁটছেন মশাই ?
তুমি ঝুলি থেকে ঘন্টা মিনিট সেকেন্ড দেখাবে

হাঁটতে হাঁটতে তুমি
দরজা ফাঁক করে দেখো নি
জানলায় কান পেতে একবারও শোনো নি
প্রতিবেশীর শুকনো থালার আওয়াজ

অনেক দূর চলে এসেছ ভেবে
পিছনে ফিরে তাকাতেই তুমি দেখবে
হাত বাড়ালেই তোমার বাড়ি ।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন