পুরাতন নীতিবচন ।। আসমা মতিন










পুরাতন নীতিবচন 

পুরোহিতরাই আগুন দিলো মন্দিরে,
পঞ্জিকা জ্বালালো পুজোর ফুলও জ্বালিয়ে দিলো।
সৌম্য ঋষির ধ্যানে ঘটলো ব্যাঘাত!
বিব্হল চিত্ত,
কার এত স্পর্ধা!
তাঁর স্তম্ভে কে হানলো আঘাত?
আজ সূর্যটা মলিন মুখেই অস্ত গেলো,
হাঁটতে হাঁটতে আনমনে হঠাৎ ঢুকে পড়ি
এক মুদিখানায়!
ওখানে দেখি পুরোহিত বাড়ির অনেক কিছু
পড়ে আছে আরও কত কী!
কাছে যেতেই হৃদয়টা হু হু করে কেঁদে উঠলো
বলে দোহাই লাগে ওদের বাড়ির কিচ্ছু
ঘরে নিয়ে যেওনা গো ঘরনি
আমাকে করনা কলঙ্কিত,শ্যামবরনী।
মনে হলো যেনো মুদিখানার দেয়ালে  কতগুলো বিমূর্ত ছবি
আগুনে ছোটো ছোটো হাতপা ছড়িয়ে!
আর্তনাদ করছিলো,তোমরা কি ভুলে গেছো
অহিংসবাদ বাণী
হতভম্ব হয়ে জলভরা চোখ টেনে ওখান থেকে প্রস্হান করলাম।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন