অনন্ত পৃথ্বীরাজ এর গুচ্ছকবিতা
দোজখের ওম
কল্পিত দোজখের ভয়ে কুঁকড়ে যাও কেন?
মনের মধ্যে সাহস সঞ্চার করো!
বেহেস্ত, দোজখ আসলে কাছাকাছি জায়গা,
কেবল মুদ্রার এপিঠ আর ওপিঠ।
বাড়িতে ভুল করলে আব্বা যেমন শাস্তি দেন,
লোকের সাথে ঝামেলা হলে, বিচারক যেমন জেলে পাঠান ।
আমার ধারণা, দোজখও তাই-
দোজখকে আমি সংশোধনাগার বলি ।
জেল থেকে ছাড়া পেয়ে সবাই যেভাবে ফিরে আসে,
দোজখ থেকেও এক সময় সবাই ফিরে আসবে।
পৃথিবীর সন্তান আমরা স্বর্গলোকের আসায়
মর্ত্যলোকে কতই না বাহানা করি!
তুমি নাই আছে শুধু হাহাকার
চেরিফুলের গন্ধে ভাসি, তোমার দোলাচল মন
কাল বৈশাখী ঝড়ের মত আমাকে কাঁপায়।
আমি বুঝেও বুঝি না- কানকথা শুনেও শুনি না।
জীবন থেকে কয়েকটি বছর ধার নিলাম-
আমার অনুপস্থিতি তোমাকে ব্যথিত করবে না!
রক্তের বন্ধন ছিন্ন করিনি,
তারপরও আমার অধিকার তোমার হাতে দিয়েছি,
যদি না বলে দাও তবে, আর ফিরব না কোনোদিন।
দূর দেশে অচল পয়সার মতো পড়ে থাকি।
সন্তানকে আগলে রেখো প্রিয়তম,
সে দেশে তুমি নাই, আছে শুধু হাহাকার।।
শহিদ জিয়া
পথের ধুলোয় গড়াগড়ি খাও, তবু ভালো-
পড়ে পড়ে কাঁদো কিন্তু আর ফিরবে না
বন্ধ্যা সময়, উষর ভূমি, কালের কলস ফুটো হয়ে গেছে-
আজ বহিঃঅঙ্গে রাজ পোশাক নেই ,
চাটুকরের মুখে ছাই পড়ুক ।
একটি হত্যা,
এক নবীন দেশের নব্য স্বাধীনতাকে ম্লান করে দেয়।
না , ভুল বলা হল ।
কয়েকটি খুন ,
ওরা একটি পরিবারকে নিঃশ্চিন্ন করে দিতে চেয়েছিল ,
একটি দেশেকে এতিম করে দিয়ে ।
সেই এতিম দেশে একটি নাম মেজর জিয়া-
চিরভাস্বর হয়ে জ্বলে,
সেই অভাগা দেশে একটি নাম শহিদ জিয়া চির উজ্জ্বল হয়ে ওঠে ।
সুখ-অসুখ
সদ্য স্নান সেরে যে নারী ছাদে আসে চুল শুকাতে-
তার কাছে খবর পেলুম, সে পেয়েছে প্রেমিক এক,
রাতের প্রহেলিকায় তাই কণ্ঠ আর কাঁপে না কো তার ।
সুখ সুখ দিবা স্বপ্নে বিভোর সে, নিদ্রাহীন আঁখি-
নির্ঘুম রাত কাটে দিনের কোলাহল, পাখিদের আনাগোনা,
নদীর কলতান সব যে ম্রিয়মান তার কাছে ।
ভালোবাসা , কর্মঠ মানুষকেও কখনো সখনো নিস্পৃহ করে দেয় ।
উপসংহার
কমরেড দুয়ার খোলো, কথা তবে শেষ-
রাঙা হাতে মেহেদি ভেবে ভুল করো না;
লৌহুধারায় ভিজে গেছে আবারও মাতৃনিশান
সেই ভালো ফসল ফলায় ওরা নতুন কিষাণ।
মায়ের জন্য পাগল ছেলে মৃত্যুকে করেছে বরণ
রাষ্ট্র্রযন্ত্র আর কত করবে তার অধিকার হরণ।
'বৃষ্টি ও বিদ্রোহীগণ' নিরব থাকে না কখনো
ফুটবলের মতো রাজনীতিও মাঠের খেলা,
কথাটা ভালো করে জেনো!
--
| |||||||||||||||
| |||||||||||||||
একটি মন্তব্য পোস্ট করুন