গুচ্ছ কবিতা।। জাকারিয়া প্রীণন।।poems by zakaria prinon--kuasha

 

গুচ্ছ কবিতা
 জাকারিয়া প্রীণন



পাখি উপখ্যান


কোপালে টিপ পর হাতে পর বালা
পাখিরা যেমন পরে নিয়তির মালা

মালা হতে  ঘ্রাণ ঝরে
নিভে যায় আলো
মালা হতে ফুল পড়ে
শাদা আর কালো

পাখি এসে উঁকি মারে স্বপ্নের ভিতর
শিকার না জানা আমি শোকে হই কাতর



ডিলেমা

একটি নষ্ট নামের যতিচিহ্ন
বুকে ধরে রাখি—
ডানাগুলো আকড়ে ধরে;
যেমন মরতে যাওয়া পাখি


অপেক্ষা

পাতারা  বুঝে গেছে—গাছের চালাকি
তোমাকে পেতে আর—কতটা বাকি?

শয়ন ভেঙে যাবে— দ্যাখ ফুল চারদিকে
আয়নারা হাসে নাকো— কালো মুখ দেখে

মেঘের ডানা গুলো— পাখির সমান
জলের করবী তুমি— আমি ভাসমান


পাখি স্বরলিপি

জারুল ডালে হলুদ পাখি
বৃষ্টি সিঁদুর পরে
এখন হাওয়া সাপের নোলক
কম বাতাসে নড়ে

দহনকালের লোহার বালিশ
ঘুমোয় চন্দ্রযানে
পদ্মাবতীর মলিন সুুরে
ঝরা পাতার মানে

এখন হাওয়া তৃষ্ণা চোখের
টোপর পরা গান
ঝিনুকগুলো দূরের হাওয়ায়
লেবুপাতার বান

ড. আলী রেজার চমৎকার প্রবন্ধ পড়ুনঃ এখানে ক্লিক করুন

পাখি প্রবাহ

যে পাখি উড়ে গেল ফিরল না বাড়ি
তার সাথে তুমি নাকি করেছ আড়ি

ফুলে ফুলে ভিজে গেছে
বকুলের ছায়া
কার দেয়া বিষে ও বিবসে
বেড়ে যায় মায়া?

সব পাখি বনে নয় কিছু রয় মনে
যাকে তুমি পোষে রাখ বিরহ গোপনে


with thanks & regards____

image

দ্বীপ সরকার

editor of kuasha

+88001719751792

kuasha.mag@gamil.com

https://mkuasha.blogspot.com/

facebook

twitter

linkedin


Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন