বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

শৈবালবুকের নীলা ।। কবির হুমায়ুন









শৈবালবুকের নীলা


একদিন দৃষ্টির শৈবাল ছোঁয়া
লেগেছিলো নীলার গায়,
ভালোবাসা ছিলো অকৃত্রিম, অফুরান্ত
কিন্তু অসম্ভব কঠিন দেয়াল ভাঙার শক্তিসাহস
তার কোথায়?
অন্যদিকে নীলার সকল বিশ্বাস
ভেঙে গিয়েছিলো তার মনের অজান্তে,
স্বপ্ন পুড়েছিলো নিয়তির বজ্র লেলিহান শিখায়। 
অবশেষে ক্ষুদ্র শৈবাল ছাঁয়াতলে
অাশ্রয় খুঁজে সে,
একটা জীবনের গল্প অারো প্রসারিত হয়
সেই শৈবালবুকের  বিস্তৃত  পরিমাপ  জানি না
শুধু জানি,
নীলা তো সবার সয় না
যার সয়, তারই রয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন