বসন্তের লাল রঙ ।। জীবননেসা হেলেন










বসন্তের লাল রঙ


কার্পাস তুলোয় বোণা শিথান,
উড়ে যাচ্ছে লাল রঙ চোখে
স্বপ্নাহত তৃষ্ণার্ত - পলাশ শিমুল।

আমলে আনতেই 
এতোগুলো বছর!
ফাগুনে আগুনে জ্বরঘুম জ্বরঘুম
বেওয়ারিশ ভ্রমরের বিষাক্ত ছোবল,
ভাবতে পারো,আবোলতাবোল...

আমল দিলেই বুঝবে,
এসেছে চৈত্র,
মেলা বসেছে,
চলছে খেলা পুতুল নাচের।

বাজার জুড়েই একটা কথার
কানাঘুষা -
কৃষ্ণ এলো রাধার ঘরে...
জুতো জোড়া কে ঠেলেছে?
(মুখ চাওয়া চাওয়ী এ ওর পিছে)

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন