দূর সম্পর্কের প্রেম ।। অরণ্য আপন












দূর সম্পর্কের প্রেম

এখন তোমাকে মনে হলে খারাপ লাগে না
বুকে বালিশ চাপি না
জানালা খুলে আকাশ দেখি না
ব্যথা চিনচিন করে ওঠে
তবু কষ্ট মনে হয় না
এখন কেউ ডাক দিয়ে চলে গেলেও
আমার খারাপ লাগে না
কেউ আসে, কেউ যায়
আমার কিচ্ছু যায় আসে না
মনটা এমন হয়েছে যে
তোমার নদীর জল খেয়ে
তোমার শহরের হাওয়া খেয়ে
তোমার উঁচু বুকের শোভা দেখে
দিব্যি আমি বলতে পারব
আমি খাইনি, আমি দেখিনি
কারো অবচেতন মন জেগে উঠলেও
বিছানা করার জন্য জল আসলেও
আমার দরজা খুলতে ইচ্ছে করে না
আমি এখন সৌন্দর্যের গভীরতা মাপতে ব্যস্ত নিরু
দম ফেলার সময় আমি পাই না
চুমু খাওয়ার ওয়াক্ত চলে যায়
নিরু, আমার.. মানে.. ইয়ে আসে না।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন