বুধবার, ১৪ মার্চ, ২০১৮

বসন্তোৎসব ।। বর্ণালী চ্যাটার্জ্জী










বসন্তোৎসব


বসন্তের জন্য কলম ধরোনা তুমি,একটাও ফুল নেই বাকি,
আগুন আছে খালি,পুড়িয়ে ছাই করার ইতিহাস তার অর্বাচীন।
ধূসর পাণ্ডুলিপি,জরাজীর্ণতায় আক্রান্ত গাছ গুলো,
হারাচ্ছে জীবন পাতার কাব্যেরা,ফিরবে নতুন উদ্যমে।
সামনে তাকিয়ে ছুটে চলে ভবিষ্যতের ভালো থাকার আহ্বান!
কবিতা একটাও আসেনি আজও,আগুন লেখে মেয়ে।
অন্যরকম স্রোতে বয়ে চলে ফল্গুধারা, দিক বিদিক জ্ঞান হারানো সত্ত্বা গুলো অন্য কি কথা শুনিয়ে চলে?
চিরতরে মুক্তি খোঁজে যারা,জেনো বন্দী ছিলোনা একদিনও।
প্রতিটা ভুল হারায় অবগাহনে, কি যেন বলে চলে মানুষের বেঁচে থাকা।
ফাগুন ছিটকে এসে লাগে মর্মে,মাঝে কতকটা মর্মভেদী,
ভিন্ন স্বাদে জাগিয়ে তুলছে যারা হৃদয়ের কলরব,
আমরা সবাই ব্যর্থ তাদের কাছে,তারাই আসলে বসন্তোৎসব। 

                          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন