বুধবার, ১৪ মার্চ, ২০১৮

নষ্ট করিনি ফুল ।। আব্দুল আজিজ












নষ্ট করিনি ফুল


নষ্ট করিনি ফুল
কেবল তো দুহাত ভরে নিয়েছি পরাগ,
ফুল কি নিতে পারি?
আগুনের মত তেজি জেল্লা যার
বসন্ত আসলে কবিদের উপমার হাড়ি শূন্য হয়ে ভোঁ - ভোঁ করে।

নষ্ট করিনি ফুল
কালো ভ্রমর নই, যে মুখ দিয়ে ফুলের কুমারীব্রত ভাঙ্গব - 
যাযাবর জীবন
শুধু পাথর কালো চোখ
         ঘষে
          ঘষে
দেখতে চেয়েছি পবিত্র সৃষ্টি
নষ্ট করিনি ফুল
কেবল তো দুহাত ভরে নিয়েছি পরাগ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন