কাজরীর দৃষ্টি ।। দ্বীপ সরকার


কাজরীর দৃষ্টি

একদা এক ভীষণ রাতে চিৎ হয়ে শুয়ে
দেখি একটা মাঠবৃক্ষ বুকের ওপর নুয়ে
তখন আমার বুকে একটা মাঠবৃক্ষ আঁকি
বীজতলা ভেবে তাতে প্রেম ঢালি অথৈ
লিখে রাখি চোখজুড়ে  বর্ষার খৈ।

বর্ষার খৈ যেনো উঠোনের মেঘ
বুকচেরা আকুতিতে বাড়ে উদ্বেগ।
চেনা উঠোন, চেনা প্রেম,চেনা এক বৃষ্টি
ধূয়ে নিলে কাজরীর চেনা খুব দৃষ্টি।

লেখাঃ ২০/৯/১৭ইং



Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন