এন্টি মিসাইল ।। সিদ্দিক প্রামাণিক





এন্টি মিসাইল

আম্পায়ারের মতো যে সমালোচক আউটের
আঙুল তুলে বললো-
'এভাবে হবে না, আরো সন্তর্পণে খুলতে হবে
ফুলের পাপড়ি, গোপন অন্তর্বাস'
তার মুখ থেকেই উড়ে এলো ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান-
এটমের তীর

নিরিবিলি খুব ঘন হয়ে বসি রেস্তোরাঁয়,
কাটা চামুচে খাই মাংসের চপ, খেতে খেতে
সাবেক প্রেমিকাদের বিষয়ে ভাবি আর
এন্টি মিসাইলের মতো মেলে ধরি কাটার চামচ

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন