কোন্দল ।। বিচিত্র কুমার

কোন্দল ।। বিচিত্র কুমার

কোন্দল


টুনটুনাটুন ঠুন
নেই যে কারু ঘুম,
ভূত নাচে পেতনী নাচে
আনন্দে মৌসুম।

কেউবা দেয় লংকা পোড়া
কেউবা দেয় নুন,
কাঠবেড়ালি লাফায় ডালে
মৌমাছিরা করে গুনগুন।

Post a Comment

নবীনতর পূর্বতন