মা ।। হামিদ হোসাইন মাহদী





মা

মায়ের কথা মনে হলেই
চোখে আসে জল,
নিঝুম রাতে গান গেয়ে যায়
জোনাকিদের ঢল।

ঘুমের ঘোরে ভেসে আসে
আয়রে খোকা আয়,
কেমন আছিস এই যে খোকা
ডাক দিয়ে মা যায়।

মাগো আমি এইতো আছি
তোমার শিহরেই,
মনকে আজও সান্ত্বনা তো
দিবো কী বলেই!

হারিয়ে গেলে দূর অজানায়
আসবে না তো আর,
বন্ধ করেই দিয়ে গেলে
সেই সুখেরই দ্বার।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন