আমাদের স্বাধীকার স্বাধীনতা ।। আহমেদ মুনীর



















আমাদের স্বাধীকার স্বাধীনতা

মা জননীর ওষ্ঠাধারে
প্রিয়তম শব্দ প্রিয়তা স্বাধীনতা
অস্থিমজ্জায় রক্তরেণুতে পূর্ণেন্দু স্বরাজ
বিস্তৃত অন্তরীক্ষে সহস্র শহীদ মিনার
স্বাদেশিকতা সকাশ স্বর্ণস্তম্ভ
কণ্ঠনালী উচ্চকিত হয়
রণিত রণতরঙ্গে
চির জাগরুক আমাদের
নাগরঙ্গা গঙ্গা মেঘনা যমুনা ।।
নক্ষত্র আলোয় উদ্ভাসিত আজ
আমার অতি প্রীণন বঙ্গজ মৃত্তিকা
বিস্ময়ে বৈভবে মেতেছে মানুষ
সন্ধিক্ষণে সময়ে লহরী দোলে
জেগেছে চির সবুজ তারুণ্য যুবক
প্রলম্বিত আলোকে বেড়ে ওঠে জর্জি
তৃণ গুল্মলতা বৃক্ষ
ভালোবাসার স্রোতস্বতী নির্ঝর নদী
বহে চলে কালে মহাকালে নিরবধি
জ্যোৎস্নালোকের পত্র পল্লবে
শাখা প্রশাখায়
দুর্মদ ফাল্গুনী ভাষা
অতলান্ত অন্ধকার আর প্রত্নস্তূপে
বর্ণমালার আলোকচ্ছটা
পাখীর ঠোঁটে হেমাঙ্গী
সঙ্গীত আধান খড়কুটো
সভ্যতার আরাধ্য ভুবন ।।
বিপুল ধ্বংসস্তূপে অধর্ম অসত্য সন্ত্রাস
পশুত্ব শৃগাল
দুর্যোগ দুর্নীতির বিধ্বংসিত বিনাশ
ক্ষয়ে অবক্ষয়ে
ধর্ম-ব্যবসায়ীদের নিঃশেষিত অবসা
অবশেষে হবে শেষ-
এটাই হউক আমাদের স্বাধিকার
স্বাধীনতা বারোমাস ।।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন