ডাক ।। মেহেদী ইকবাল












ডাক

ডিসেম্বরতো এসেই গেল !চা দোকানে
আড্ডা জমিয়েছে তূখোড় গণিতবিদেরা।
সকালে যারা পাহাড়ে গিয়েছিলো, তারা এখন
ফিরে আসছে কানের পর্দা ফাটানো গান বাজিয়ে!
নতমুখ কোন্ শ্বশুর পুত্র বসে আছে?
অংক ভুলে গণিতবিদেরা হেসে লুটোপুটি!


শিশুরা মন দিয়েছে পড়ালেখায়
যে শিশু ফুটপাতে, তার কথা ভাববে কি ভাবীকালের মানুষেরা?
উত্তেজনায় তৈরী হচ্ছে একটা মোরগ
কুক্ কুরুক কো
আমি শুনছি ডাক আগামীদিনের!

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন