মরুতে উঠবে ঢেউ ।। মোঃ আশতাব হোসেন




মরুতে উঠবে ঢেউ


কবি হওয়ার উপায়টা
বলতে পারেন কেউ?
কেমনে লিখলে কবিতা
মরুতে উঠবে ঢেউ?

পাহাড়টা কাছে এসে
বলবে কথা কানে,
আকাশটা যখন তখন
কাঁদবেনা অভিমানে।

করবেনা কারও ক্ষতি
সাগর ক্ষেপে গিয়ে,
শুষ্কো দিনে আসবে জল
তিস্তা নদীটি  দিয়ে।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন