ভালোবাসার স্বাধীনতা ।। নাসির ওয়াদেন












ভালবাসার স্বাধীনতা  

         
আন্দোলিত দিনসমূহ বৃক্ষের শাখা হয়ে
অনবরত দুলছে বাৎসল্যের ঢেউয়ে

একটি স্বাধীনতা দিবস মুঠো মুঠো
লাবণ্য ছিটোচ্ছে দুই হাতে

কচি কচি শিশুর মাথায় জটিল গণিত •••

বইখাতা ফেলে আমাদের শিশুরা
অন্যরকম অমলিন সাজে সেজেছে
ইউনিফর্ম নেই, নেই বাক্সপাটরা, কলম
শুধু খেলা আর একরাশ উচ্ছ্বাস ---

শ্রাবণের মিষ্টিধারা ক্লান্তিহীন বাতাসে
একগুচ্ছ প্রতিশ্রুতি ছুঁড়ে মারে
স্বাধীনতার শপথে
বিষন্নতা ভেঙেচুরে জমে ওঠে ভালবাসা ---

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন