এখনকার বাংলাদেশ ।। টিপু সুলতান








এখনকার বাংলাদেশ

আমি যুদ্ধ দেখিনি
দেখিনি রক্ত প্রলয়
শুনেছি ইতিহাস।

কালের কালেন্তর থেকে উঠে আসা রক্তগঙ্গা,
সবুজঘাসের কান্না
মাটির পাঠশালা
বিধ্বস্ত একাত্তর!

তারপর
জল্লাদখানা বধ্যভূমি সৃতিপীঠ এসে দাঁড়িয়েছি।
দেখেছি
হন্তকের বুলেটে ক্ষতবিক্ষত একটি মানচিত্র,
টিপাইমুখ থেকে তিস্তার সম্মুখে ধানক্ষেত,
দৈনিক গণতন্ত্র,

পূর্ব পাকিস্তান থেকে এখনকার বাংলাদেশ!

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন