তিন অণুকবিতা ।। সিদ্দিক প্রামাণিক

















বুদ্ধ পাহাড়

এভিলেটর এক্সক্যালিটরের জিহ্বা
বুদ্ধ পাহাড় থেকে অহিংস কেটে 
শহর বানায়।

তারপর মৌসুমী বৃষ্টির ঢলে
হিংসার বুটের নিচে চাপা পড়ে
নিরিহ পিঁপড়ে, সামান্য আরশোলা 


ইঁদুর

সুরঙ্গ বেয়ে চলে গেল গনিকা বাড়ি
তারপর গোপন গহ্বরে
রেখে এলে কৃষকের লবনাক্ত ঘাম
 

জেলে বু'

বালুর কাফনে নদী মরে গেলে
জালের মধ্যে বাস করে শুধুই অবসর।
তখন জেলে বৌয়ের ঠোঁটে লাল লিপিস্টিক,
সস্তা পাউডারে লেপ্টানো মুখে-
মাছিদের ভিড়

সন্ধ্যার পাড়ায় জেলে বু'দের খুব নামডাক শুনি

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন