দেহের ভাঁজে হয় সাধুত্ব বিলিন ।। শামীম আহমেদ

















দেহের ভাঁজে হয় সাধুত্ব বিলিন 

মহাকালের কলেবরে দেখি বিষন্ন মানবতার মুখ,
পোড়া চোখ বারবার ব্রোথেলের দরজায় কড়ানাড়ে,
পুড়ে দগ্ধ হয়,আবার পুড়ে নগ্নতার সুন্দরর্যে;
সামাজিক গণ্ডীর ওপাশে আরেক সমাজ
সেখানেও সামাজিক জীবনের উচ্ছ্বাস,দেহের
প্রতিটি ভাঁজে ভাঁজে হয় সাধুত্ব বিলিন 
বীর্যহীন নিরবতার মৌন প্রহর শেষে ।

তারপরও পূজা আর্চনা অমরত্বের বিলাপ 
সেখানেও পূজা মণ্ডপ,সেখানেও হয় আরাধনা 
স্বর্গের আকাঙ্ক্ষা ধর্মের গণ্ডী হয়তো পেরোতে
পারেনা তবুও মনের গহিনে সত্য দানাবাঁধে ;
স্বর্গে যেতে কে না চায়,কেউ কেউ অন্তহীন পরকালের 
বিশ্বাসী আমার মতো ;
তারপর হিসাব কষে দেখি নরকের দরজায় আমি ;

আসল সত্যটা দূরে বসে কটাক্ষ করে হাসে ।


Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন