গহীনের স্বরলিপি ।। লায়লা আঞ্জুমান ঊর্মি









গহীনের স্বরলিপি



এই শরীরের ভেতর আছে আরো একটা শরীর_ 
যার সমস্তটা জুড়ে একটা কাচের হৃৎপিণ্ড;
এই ঠোঁটের ভেতরও আছে একটা কথার সমুদ্র 
কিংবা ধরো একটা ছাই রঙা গোধূলির আকাশ 

আমায় ভাবিয়ে তোলে, 
জাগিয়ে তোলে
জাগিয়ে তোলে একান্ত কিছু পুণ্য অনুভূতি 
অথবা 
তোমার মনের সাথে মন মেলানোর সাধ। 

তোমার পৌরষ বুকের মাঝে নিঃস্বার্থ প্রেম খুঁজি।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন