রেসকোর্সের ভাষণ ।। আবু আফজাল মোঃ সালেহ








রেসকোর্সের ভাষণ

বাসের লোক যাবে কই?
রেসকোর্সে!
লঞ্চের লোক যাবে কই?
রেসকোর্সে!
ট্রেনের লোক যাবে কই?
রেসকোর্সে!
ট্রাকের লোক যাবে কই?
রেসকোর্সে!
চারিদিকে ধ্বনি প্রতিধ্বনি
রেসকোর্স কবি নায়ক ঘোষণা!
কি হবে সেখানে?
নায়ক আসবেন,
ভাষণ দেবেন।
ঘোষণা দেবেন!
-কি ভাষণ?
ঘোষণামুক্তির!
স্বাধীনতার!

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন