মুক্তগদ্যঃ পালাবদল ।। সুনীতি দেবনাথ














পালাবদল



এখনো আলপথে পা পা হেঁটে ফেরা যেতে পারে নষ্ট চাঁদের আলোর ওপারে কুসুম কুসুম গন্ধা দিনের প্রান্তে। এতো অন্ধকার হয়নি বিপন্ন হবার মত। প্রয়োজন শুধু হাতে হাত মেলানো, কঠিন দৃপ্ত ইচ্ছার। পশ্চিমে চাঁদ ডুবে যাবে, আরেক সকাল আলো বিভাসিত নতুন দিনের ইতিকথা লিখে দিতে পারেই। মধুগন্ধা দিনগুলি আবারো তোমার আমার অঙ্গনে আলপনা আঁকতে পারেই। বহু রক্ত গড়িয়েছে পথে, বহু লাশ এলোপাতাড়ি পড়ে রয়েছে মাঠঘাটে, আগুনে পুড়েছে কত কত ঘর, কত নারী হয়েছে ধর্ষিতা, বারুদ গন্ধে বাতাস হয়েছে মত্ত,  তবু দেশটা তো আমার তোমার এ পরম সত্য! এখন সময় রুখে দাঁড়ানোর। ততোটা দেরি হয়নি মাথাটা উঁচু করে দাঁড়ানোর। আমি নৈরাশ্যবাদী নই, বিশ্বাস করি কবিতা জীবনের সমান্তরালে চলে। এক মহাপ্রলয়ের অভিমুখে আজ জীবন চলছে, চলছে কবিতাও! এ পথ ত্যাজ্য জেনে গেছি, আশাবাদের নতুন পথে চলতে হবে , পা পা সে পথে এগোতে হবেই। ঈপ্সিত দিনগুলো আমরা পাবোই পাবো। পালাবদল, দিনবদলের সাক্ষ্য তো ইতিহাস দেয়ই। নতুন দিন আসবে নতুন পদচিহ্ন এঁকে। এপথে চলতে হবে দ্বিধাহীন ভাবে। জড়তা নয়, সংকোচ নয় দৃপ্ত পা ফেলে ফেলে এগিয়ে যেতে অনির্দ্যেশের পথে। চ্যালেঞ্জ বুঝি বা জীবনের অপর নাম। পদে পদে আসবে বাধা,  আসবে বিপত্তি,  তবু সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবার নাম বেঁচে থাকা, বাঁচিয়ে রাখা।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন