মুক্তগদ্যঃ জেনোসাইড ।। দ্বীপ সরকার

জেনোসাইড




কি যেনো এলেবেলে বর্ণের শব্দ আসে একটা,
প্রায়সই আসে ; লিখি - পড়ি, পড়ায়, চুলবিন্যাসে
যা দাঁড়ায় তাতে গভীরের বুননে গেঁথে যাই। 

বাবুর পুকুর বদ্ধভূমি, ওখানে ক্ষণিক দাঁড়িয়ে মাঝে মধ্যে আমিতে লিপিবদ্ধ করি ঊনসত্তর, সত্তর, একাত্তর। কিছু দুঃখসমূহ ছাড়পত্রে লিখেছিলো
" সুখে ফিরতে আর দেরি নেই "

এখানে প্রাণবেদী এবং নীতিদীঘল যে মানুষগুলো -অব্যায় আলিঙ্গণে ব্রাশফায়ারের চুম্বন খেয়েছিলো
অথচ একটিও মরেনি তাদের আকণ্ঠ প্রাণ।

ভোরে পূজো থেকে ছিটকে পড়ে গিয়ে পূনরায় আর পূজোতে ফেরেনি গ্রামের বিপিন, ততক্ষনাত পাঁজরের পাশে মর্টাল বিঁধে গেছে। আসলে কি বিস্ময়! ঘুমের ভেতর থেকে ওইসব মানুষজন  মার্চ আসলেই এদেশে আসে!

এমন এলেবেলে শব্দের শরীর থেকে যে ভ্রূণ
পরাগায়নের শিরোনাম দিয়েছিলো -
তার নাম "জেনোসাইড"

সব বছরই যেনোবা একেকটা জেনোসাইডের জিনেটিক ভ্রুণ,
সব বছরই বিস্ময় ঘুমের চেতনমুদ্রার শিরোনাম।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন