অণুগল্পঃ ভিন্ন প্রেক্ষাপট ।। সজল মালাকার

ভিন্ন প্রেক্ষাপট


কাঠপেন্সিলের সুচালো ডগায় মন বেঁধে ঘষে ঘষে ভোঁতা করতে করতে কোনো এক প্রিয়জনের মুখাবয়ব আঁকা হয়ে গেলে; অক্ষমতার খুঁতখুঁতানি মগজে ভয় পাওয়া আরশোলার মতো ছুটে।


পরদিন বিকেলে যখন আমি অপ্রত্যাশিতভাবে প্রার্থিত হাতে দুমড়ে মুচড়ে যাচ্ছিলাম- তখন আমার শকুন চোখে ধরা পড়ে লোহার হাত। চিলের মতো ছোঁ মেরে চিনিয়ে আনি ভুলবাল স্কেচ। দাঁতে কুচিকুচি করা খিলিপানের হৃদয় রঙা পিকের মতো প্যাচ করে ছুড়ে ফেলি আমার একরাত্রির সাধনা। 
স্বপ্ন ছিল আর্টিস্ট হবো অথচ আমার পরিপার্শ্বিক রচে ভিন্ন প্রেক্ষাপট।


Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন