মায়ের আদর ।। রমজান আলি রনি


মায়ের আদর

সকাল হলে সবার আগে
মা,য়ে উঠে ভোরে
রাঙা প্রভাত হেসে উঠে
আমার মায়ের ক্রোড়ে।

আদর করে যতন করে
রাখে আমায় মনে
সবার মুখে মজার খাবার
তুলে প্রতি-ক্ষণে।

বিপদ হলে সবার আগে
মা,য়ে খবর জানে
বৃক্ষ-লতা মানব-জাতি
মায়ের কথা মানে।

মায়ের দুঃখে মায়ের সুখে
পাশে থাকবো সবে
শিক্ষা-দীক্ষায় আসল রূপে
সোনার মানুষ হবে।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন