আদুরী ।। মীম মিজান

















আদুরী




চোখ যেন তার পাখির বাসা,

কোটরে ঢুকে গেছে দুর্ভিক্ষের ছবির ন্যায়,

দেহ যেন শুকিয়ে যাওয়া কোন নদী,

চুলগুলো উচ্ছিষ্ট পাটকোষের মতই জটলা পাকানো,

দু'খানা হাত ঝুলে আছে চৈত্রের শুষ্ক লতার মতো,

ত্রিশ কেজি ওজন আদুরীর,

এক একটি শব্দ যখন বেরোয় মুখ বিহ্বর হতে

কত যে কষ্ট অনুভব হয় তার,

পোখরার ভূমি-কম্প খেলে যায় শরীরে।



তশতরি ভরা খাবার,

তাক ভর্তি প্রসাধনী,

পরিচ্ছদে ভরপুর আলমিরাগুলো,

ব্যাংকে জমেছে পাহাড়সম কড়ি তার হিশেবে,

ফরমায়েশ পূরণের জন্য হালিখানেক সেবিকা।



তবুও সে জসিম উদদীনের আসমানি,

কমলাপুরের টোকাই পুতুলের মতই গরন,

সাভারের বেদিনীর আত্নজার প্রতিচ্ছবি।



সবকিছু ছাপিয়ে সে একজন শিল্পপতির আদুরী।

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন