গোলাম কবির এর গুচ্ছকবিতা
তোমাকে ভালোবাসা মানেই
তোমাকে ভালোবাসা মানেই
বিরহ এবং দুঃখের অতল সাগরে
ইচ্ছে করেই ডুবে যাওয়া!
তবুও কেনো যে তোমাকে
ভালোবাসতে গেলাম নিজেই জানিনা!
তোমাকে ভালোবাসা মানেই
নিদ্রাহীন রাতের কোলে মাথা রেখে
ক্ষয়ে যাওয়া চাঁদের সাথে মিতালি গড়ে তোলা!
তবুও কেনো যে তোমাকে
ভালোবাসতে গেলাম এখনো জানা হলো না !
তোমাকে ভালোবাসা মানেই
জ্বলন্ত কয়লার মতো পুড়ে ছাই হয়ে যাওয়া,
এতোকিছু জেনেও কেনো যে তোমাকে
ভালোবাসতে গেলাম জিজ্ঞেস করো যদি
কোনো সদুত্তর দিতে পারবো না!
তোমাকে ভালোবাসা মানেই
মরুভূমির প্রখর রোদে চিকচিক বালুর ওপর
হেঁটে হেঁটে ক্লান্ত হবার পরে জলতেষ্টায়
ছটফটিয়ে জলশূন্য কুয়ার দিকে
অর্থহীন চেয়ে থাকা,
তবুও কেনো যে তোমাকে
ভালোবাসতে গেলাম জিজ্ঞেস করি যদি
তুমিও তো মনেহয় সদুত্তর দিতে পারবে না!
দূঃসময়ের সাতকাহন
কী একটা দূঃসময়ে বসবাস করছি!
যেখানে মানুষের বিরুদ্ধে মানুষ,
দলের বিরুদ্ধে দল, বন্ধুর বিরুদ্ধে বন্ধু,
প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকা,
পিতামাতার বিরুদ্ধে সন্তান,
স্বামীর বিরুদ্ধে স্ত্রী,
দেশের বিরুদ্ধে দেশবাসী দাঁড়িয়ে যায়
কিংবা চোখে পড়ে হরহামেশাই!
এর কী কোনো প্রতিকার নেই?
বদলাতে পারে এমন কোনো টোটকা
কিংবা অলৌকিক কিছু একটা ঘটে যাক
এমন কিছু আশা করে সবাই বসে থাকি!
অথচ কী ভীষণ আশ্চর্য!
এখানে আমরা সবাই কেবল
অন্যকেই বদলাতে বলি!
শুধু আমার বিরুদ্ধে
আমিই দাঁড়াতে পারি না,
নিজের ভিতরের আমিটাকেই
বদলানোর চেষ্টা করি না!
যাকে বদলাতে পারলে
সবকিছুই একটা সময় বদলে যাবে!
নিহত ঘুমের রাতের স্বপ্ন এবং আমি
ভাবছিলাম সেদিন রাতে
তুমি কী স্বপ্নে এসেছিলে!
কই দেখলাম না তো কোনো মানুষ!
যে এসেছিলো, সে আমার ভিতরের
শৈশবের সরলতা নিয়ে
নাবালক বয়সের সেই " আমিই "!
যে কী না হাফ প্যান্টের পকেটে
প্রায়ই পরে খাবো এই মনে করে এক টুকরো
সুবাসিত খেজুরের গুড় রেখে ঘুমিয়ে যেতো!
আমার সদ্য প্রয়াত মা'কেও দেখলাম
একঝলক সেই সাথেই।
তিনি আমার ঘুমের মধ্যে পকেটে রাখা
খেজুরের গুড় বের করে হাতে নিয়ে
বাবাকে বলছিলেন হাসতে হাসতে!
মা'কে তখন ভীষণ সুন্দরী একজন
মা বলেই মনে হচ্ছিলো!
ঠিক মা যেমন ছিলেন
আমার প্রিয় শৈশবে!
তারপর হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেলো!
এরপর থেকে কতোবার
স্বপ্নটা জোড়া দিতে ঘুমাতে চেষ্টা করলাম,
যদি আবারও স্বপ্নে মা কিংবা তুমি আসো!
কিন্তু ঘুম তো সেদিন নিহত হলো,
আর এলোই না।
সেদিন রাতে নিহত ঘুম এবং
আমি ছাড়া আর কেউ জেগে ছিলো না!
সারাটা রাত কেটে গেলো
স্মরণ ও বিস্মরণের মাঝে এবং
আবারও সেই স্বপ্নটা যদি
একটু জোড়া দেয়া যায়,
এই আশার ছলনায় একটু ঘুমের জন্য।
একটি মন্তব্য পোস্ট করুন