পথ ।। নভেরা হোসেন








পথ

একটা আঁকা-বাঁকা পথ 
দূরে নির্জন বনভূমি 
সভত্যা এখানে নিশ্চুপ
সারা রাত মহুয়ার গন্ধ 
সারি সারি বৃক্ষ অপেক্ষায় দিন গোনে 
আচমকা চমকে ওঠে কুড়ালের শব্দে
বড় বড় যন্ত্র আসে 
বৃক্ষের বুক বিদীর্ণ করে বানাতে বসতভূমি 
লোকালয় ক্রমশ খাড়া হয়ে ঢোকে বনভূমে
বনও সরে যেতে যেতে নদীতে এসে মাথা ঠুকে 
আর কত সংকুচিত হবে সে 
আর কত বলি দেবে সবুজ বৃক্ষ 
এর পর শুধু পুস্তকে লেখা থাকবে 
এখানে একজন বন শায়িত আছেন 
তার কবরে ফুল দেয়ার জন্য 
কোনো মানুষও জীবিত নেই আর

Post a Comment

Thanks

নবীনতর পূর্বতন