রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

রক্ত মশাল ।। রুপক চৌধুরী














রক্ত মশাল



এই মশালের তপ্ত অনল তেলের বাহার নয়,
অনেক ত্যাগের দ্বীপ্ত আলোয় মুক্তি যে তার হয় ।
এক জীবনের সমস্ত সুখ তুচ্ছ করলো যারা,
মুক্তি আশায় দেশের মানুষ প্রাণ বিলালো তারা । 
নতুন ভোরের গান শোনাতে উঠলো যারা জাগি,
একটি হাসির মান বাঁচাতে রাখলো  জীবন বাজি,
থামবে নাতো পথের মাঝে মৃত্যু যদি আসে,
প্রাণের চেয়ে অধিক তারা দেশকে ভালোবাসে ।
রক্ত তাদের রশদ হলো সেই মশালের মাঝে,
জ্বলছে দেখ আলোর নাচন সকাল সন্ধ্যা সাঁঝে ।
রক্ত মশাল প্রজ্জলিত আলো করে ধাম,
কষ্টে পাওয়া সে মশালের বাংলা হলো নাম  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন