রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

লাল সবুজের মানচিত্র ।। ইয়াসমিন আক্তার মনি













লাল-সবুজের মানচিত্র
      
ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে  
এক সাগর রক্তে এনেছে স্বাধীনতা,
বাঙালীর মহান নেতার ডাকে   
দামালছেলেরা হয়েছে মুক্তিযোদ্ধা।  

জন্মভূমির শ্ত্রুর বিনাস করে   
যারা এনে দিয়েছে সোনার বাংলা    
দিতে পেরেছি কি তাদের রক্তের দাম?

রাজাকার,আলবদল,দেশদ্রোহী   
উচ্চশিরে বাক্য ছুড়ছে  
তারাই এনেছে স্বাধীন বাংলাদেশ।   

বর্নচোর জাতির কাঁধে বসে  
বিরোধীতা করছে স্বজাতির সাথে,   
করছে প্রতারনা নিজের ভাইয়ের সাথে  
স্বজাতি হচ্ছে কেন লাঞ্চিত?   

বিকৃত করছে তারা বাংলার ইতিহাস   
মূছে ফেলতে চায় বাঙালীর মহান নেতার নাম,   
ওরা ঘাতক নির্মমভাবে হত্যা করেছে  
বঙ্গবন্ধু ও তার স্বপরিবারকে।  

পাশবিক অত্যাচার,লুন্ঠন,হত্যা  
ধ্বংস অগ্নিসংযোগ,গনহত্যার    
বিনিময়ে বাঙালী পেয়েছে    
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।   

মা-বোনের ইজ্জত করেছে হরন  
দিতে হয়েছে তাদের নিষ্পাপ প্রাণ,     
বীরঙ্গনা মা-বোনকে বিনম্র শ্রদ্ধা জানাই  
তোমাদের ত্যাগে পেয়েছি সোনার বাংলাদেশ।  

বাঙালী জাতির গৌরবের ইতিহাস   
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস   
বিশ্বের বুকে খুধাই করে এঁকে দিয়েছে    
লাল-সবুজের মানচিত্র।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন