বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

এলোমেলো সান্নিধ্য ।। এলিজা আজাদ












এলোমেলো সান্নিধ্য


নিজেকে হালকা বেলুন ভাবতে ভীষণ ইচ্ছে করছে
ইচ্ছেমত কারো মুখের চুয়িংগাম হতে পারলেও মন্দ হতো না
জিহ্বা আর দাঁতের সঙ্গমে একধরণের বডিম্যাসাজও এর নাম দেয়া যেতে পারে
হই যদি বেহায়া প্রজাপতি
আর তুমি পুরুষ ফুল
উড়ে উড়ে বসতাম তোমার খসখসে পাপড়িতে__খুব কি মন্দ হতো বলো?
আজকাল, নাবোধক শব্দের সাথে চলছে মন্দাভাব...
যেখানেই না সেখানেই আমি হ্যাঁ এর উৎস খুঁজি
মনের ভিতর একটা চঞ্চল কিশোরী বেশ দস্যিপনা নিয়ে বেড়ে উঠছে
বাড়ন্ত এই বয়সে ওর বিশেষ যত্নের প্রয়োজন
ইচ্ছেরমেঘ, তুমি পুরুষালী বৃষ্টি হয়ে আমার গায়ে ঝরে পড়তেই পারো__
ঘটা করে এলোমেলো সান্নিধ্যে আমাদের মিলন ঘটে যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন