বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

নদী ময়ূরাক্ষী ।। সুনীতি দেবনাথ











নদী ময়ূরাক্ষী


এই গ্রহ নক্ষত্র আকাশ ঘেরা মন
মনের পেছনে আছে আরেক আকাশ
শূন্যতা তার নাম
ময়ূরাক্ষী নদীর মতন জলহীন প্রশস্ত বুক
বালিতে সোনার কণা হৈমন্তী দিবসে
আমি খুঁজে ফিরি সারাটি দিবস
বালি ছেনে পাই কিনা সোনার কণিকা
নদী চলে ক্ষীণস্রোতা বালির বাথানে
ছেঁকে ছেঁকে বালির সোনার হাসি
খুঁজে খুঁজে দিশেহারা দিনমান
বিকেলের ক্লান্ত ছায়ে বিষণ্ণ আকাশ
গৈরিক উত্তরীয় ছড়িয়ে দিবসের শেষে
কার পথ চেয়ে চেয়ে বেহালার ছড়ে দেয়  টান
সোনার সকল কণা ঈশানের কোণে
ছড়িয়ে ছিটিয়ে যায়
লাজুক ঘোমটা খোলে কুমারী সন্ধ্যা
বেণীবদ্ধ কেশ খুলে এলায়িত করে
একে অন্যকে দেখে নদী ময়ূরাক্ষীর দুই তীর
বিষাদের আঁচল উড়ায়
জনশূন্য তেপান্তর খাঁ খাঁ করে শুধু
এ এক চিরায়ত অলিখিত ইতিহাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন