বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

জল আর মাটি ।। চঞ্চল দেবনাথ










জল আর মাটি


স্বভাবজাত অজ্ঞাত অবজ্ঞায়
পাতাদের মতো খসে পড়ে দিন
বিচ্যুত হয় নক্ষত্র
অসীমের মাঝে মিথ্যা সীমানায়

সময়ের স্রোতে ভেসে চলা ছেঁড়া পাতার খবর
কে রেখেছে কবে!

তবুও জন্মের আনন্দ থাকে 
থাকে জীবনের ধূসর অবসাদ 
জীবনাবসানের অনুভূতিই শুধু
অজ্ঞাত রয়ে যায়

পাতার মতো এক টুকরো জীবন
কী আশায় ভরে দাও মুঠো মুঠো জ্যোৎস্না দিয়ে!
যে পথেই হেঁটে যাই
শুধু জল আর মাটিই দেখতে পাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন