জীবনপাখি ।। নাসির ওয়াদেন












জীবনপাখি   

           

সময় দুর্দান্ত গতিবেগ বাড়িয়ে
এগিয়ে যাচ্ছে
পিছিয়ে পড়বে
যদি না লাগাম টেনে ধরো পাহাড়ের মুখে

মিষ্টি রোদ, কুয়াশাচ্ছন্ন বাতাস
ঝলকের হাতে আলোফুল
আমার উঠোনে শয্যা পেতেছে

বিস্মিত অন্ধকার নির্মম পেঁচাদের চোখে ••••

পরকালের ফুল ফুটলেই জীবনপাখি
গা ঝাড়া সূর্যের ঝলকের ডানা
একটু উষ্ণতা, কিছু ভালবাসা
ব্যপ্তি চরাচরে বুনছে সোহাগী সংসার

আমরা সংসার গড়ি না ভাঙি
আদিম ভাঙাগড়ার খেলা তবু চলে সংসারে ---
     

1 মন্তব্যসমূহ

Thanks

একটি মন্তব্য পোস্ট করুন

Thanks

নবীনতর পূর্বতন