বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

বিবর্ণ এপিটাফ ।। আবু আশফাক্ব চৌধুরী


















বিবর্ণ এপিটাফ


শতাব্দীর কাছে ঋণ রেখে চলে যাচ্ছি
ময়ূরের ভ্রুণের মতো অনবসর পাঠক
নীরবে পড়বে আমার পাণ্ডুলিপি
একটা পুরনো আকাশ
মেলে ধরবে তার প্রতিচ্ছবি
সোনালী বরণ বিকেলের গুপ্ত রহস্য
বুকের দু'ইঞ্চি নীচে জ্বলে ওঠে ধপধপ
মনে হবে কেউ একজন ছিল
শাখার উপরে শাখা ধরতে গিয়ে
নীচে নেমে এসেছিল তরতরে
নদীর স্রোতের মতো
অনাকাঙ্ক্ষিত খাদের মোহানায়...
কথার পঞ্চশরে আহত বিহঙ্গ
কতিপয় শিকারির মোহমায়া জালে
বেষ্টিত অভিমন্যু একা চিৎকার করেছিল
কেউ এগোয় নি
দূর থেকে দাঁড়িয়ে দেখেছিল দৃশ্যপট
নৌকো নোঙর তুলে ছুটে চলেছিল
মাঝ সমুদ্রে...
সহায়তার ক্ষীণ ধ্বনি
লীন হয়ে গিয়েছিল নীল জলস্তরে...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন